এটা হল একটা পদ্মের টিউবার।
এখন পদ্ম যেই পাত্রে রোপণ করা হয় সেই পাত্রের মধ্যে পদ্মের শিকড় আস্তে আস্তে বড় হয় ছড়িয়ে পড়ে। এবং ওই শিকড়ের মধ্যেই নতুন পদ্মের আরেকটি চারা তৈরি হয়। যেখান থেকে নতুন চারা তৈরি হল শিকড়ের ওই অংশটাই একটা টিউবার বা রানার।
ওই অংশটা কেটে নতুন করে রোপণ করলে সেখান থেকে আরেকটা পদ্ম গাছ ও ফুল পাওয়া যায়।
গুগল থেকে কালেক্টেড ছবি দেখুন কিভাবে একটি টিউবার থেকে পাত্রের মধ্যে ধীরে ধীরে কয়েকটি পদ্মের চারা তৈরি হয়।
এবার দেখুন আমাদের বাগানে নিজেদের তোলা ছবি। আপনাদের পাঠানোর জন্য টিউবার সংগ্রহ করছিলাম আমাদের পদ্মের পাত্র থেকে। গামলাটি উলটে ফেলা হয়েছে নিচে এভাবে টিউবার গ্রো করে আছে চারিদিক ঘিরে 💜
এখন আপনি চাইলে আমাদের মতোই প্লাস্টিকের বড় গামলাতে পদ্ম করতে পারেন।
আবার বালতিতেও করতে পারেন।
প্লাস্টিকের গামলা পদ্ম করার উপযোগী, কালেক্টেড ছবি।
প্লাস্টিকের
৬ ইঞ্চি উচ্চতা, ১৮ ইঞ্চি ব্যাস এর গামলা অথবা
১১ ইঞ্চি উচ্চতা, ১২ ইঞ্চি ব্যাস এর বালতিতে
আমরা পদ্ম করি।
এগুলো ১০০ টাকা করে প্লাস্টিকের দোকানে পাওয়া যায়। একসাথে কয়েকটি নিলে একটু কমে পাবেন।
এমন *গামলা বা বালতি হল প্রথম জিনিস* যেটা আপনার সংগ্রহ করতে হবে পদ্ম করার জন্য। অর্ডার হাতে পাওয়ার আগেই এটা রেডি রাখুন।
এরপরে *দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল রোদ।* পদ্ম করার জন্য সারাদিনে *অন্তত ৫ ঘন্টা* রোদ পেতেই হবে।
যত বেশি রোদ পাবে তত বেশি ফুল পাওয়া যায় পদ্মতে।
মাটি প্রস্তুত ও লেয়ারিং
নিচে একটা সাধারণ পাত্রের জন্য সার-মাটি-পানি স্তর দেখানো হয়েছে। বিভিন্ন সাইজের পাত্রের জন্য এই অনুপাতে বাড়িয়ে করতে পারেন।
এবার ছবিতে দেখুন প্রতিটি স্টেপ। গামলার মধ্যে নিচে গোবর সার রাখা হয়েছে। তার ওপরে কাদা মাটি দেয়া হচ্ছে।
এরপরে শুধু কাদামাটিটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। গোবর ঢেকে দিতে হবে৷ আর নেড়ে নেড়ে কাদা কাদা করে ফেলতে হবে।
কাদা কাদা করে ফেলার পর। যাতে মাটির কোনো দলা না থাকে।
এরপরে টিউবারটা দিয়ে দিতে হবে আলতো করে মাটিতে বসিয়ে। কিনার থেকে একটু পাশে।
তারপরে পানি দিয়ে ভরে উপরে জলজ পানা বা এজোলা ভাসিয়ে দিতে হবে। (টিউবারের অর্ডারের সাথে এগুলো আমরা দিয়ে দিব) এগুলো দিলে পানি ঠান্ডা থাকে, মশা হয় না। পদ্ম ভালো হয় 💜
এই হল পদ্মের পুরো প্রক্রিয়া। কোনো প্রশ্ন বা কনফিউশন থাকলে নির্দ্বিধায় মেসেজ করুন আমাদের।