এটা একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরাও ফলো করি। একটি গাছ আনা হয় খুব শখ করে। গাছ করার অন্যতম কারণ হল মন ভালো রাখা। যদি গাছটি মারা যায় তাহলে নতুন বাগানিদের ক্ষেত্রে বাগান করার আগ্রহটাই নষ্ট হয়।
★ যেকোনো জায়গা থেকে গাছ আনার পর সাথে সাথে রিপট করি না। চারাটিকে আগের গ্রো ব্যাগ বা পটেই নতুন পরিবেশে মানিয়ে নেয়ার জন্য অন্তত: ১০ থেকে ১৫ দিন সময় দিই। ★
এটা মোটামুটি সব গাছের ক্ষেত্রেই প্রযোজ্য। এর ফলে অনেক গাছই ভালো থাকে বহুদিন। এর কারণ হল গাছকে নতুন পরিবেশে যাওয়ার পরে একটু সময় দিলে সেটা সেখানে মানিয়ে নেয়। এই মানিয়ে নেয়ার আগেই রিপটিং করলে গাছটির ওপর একবারে অনেক বেশি ধকল পড়ে (পরিবহণ+নতুন পরিবেশ+নতুন মাটিতে বসানো) ফলে গাছ মারা যেতে পারে।