Today is simplicity day!
সহজ হওয়ার জন্য এই দিন। যেমনটা আছে লালন সাইয়ের এই গানেঃ
প্রতিবছর জুলাই মাসের ১২ তারিখে পালিত এই simplicity dayর মূল উদ্দেশ্য তিনটা।
আমাদের জীবনে আসলেই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ জিনিসগুলো কী তা ভাবা। এর মধ্যে আসবে আপনার চিন্তা-ভাবনা, ব্যবহার্য জিনিস, কেনাকাটার ধরণ, আশা-আকাংক্ষা এমন সবকিছু যা ভিতরে ও বাইরে আপনাকে ঘিরে থাকে।
অপ্রয়োজনীয় বাড়তি জিনিসগুলো সরিয়ে ফেলা। একটু ভাবলেই আপনি এমন অনেক কিছু পাবেন যা আসলে আপনার দরকার নেই। তবুও সেগুলো জুড়ে রয়েছে আপনার মনের মাঝে বা থাকার জায়গাটায়। এগুলো সরিয়ে ফেললেই দেখবেন অনেকটা হালকা লাগবে, মুক্ত মনে হবে।
অর্থবহ ও সরল একটা জীবনযাপন পদ্ধতি ধারণ করা।
প্রকৃতিকে সরলতার সবচেয়ে আদর্শ রূপ মনে করা হয়।
এজন্য প্রকৃতিভিত্তিক জীবনযাপনই মূলত সরল জীবনযাপন।
গাছপালার সাথে সুস্থ ও আনন্দময় থাকুন।
নয়নতারা
নয়নতারা সারা বছরের ফুল । ছবিগুলো পাতাবাহার বাগান থেকেই তোলা ✅
তথ্যসূত্রঃ Time and date, Wikipedia