পাতাবাহার

কিভাবে অর্ডার করবেন

এক ক্লিকেই শেয়ার 💚

যেই আইটেমগুলোর বিভিন্ন ভ্যারাইটি আছে সেগুলোতে যেই নম্বরটা ট্যাপ করবেন সেটার ছবি দেখাবে উপরে। সবগুলো দেখে যেটা পছন্দ সেই নম্বরটাতে ট্যাপ করবেন।
নিচে কার্টে যোগ করুন এর পাশ থেকে কয়টি চারা নিতে চান দিবেন। তারপর কার্টে যোগ করুন ট্যাপ করবেন। তাহলে ওগুলো এড হয়ে যাবে অর্ডারে। এভাবে আরো যেই ভ্যারাইটিগুলো নিতে চান একইভাবে নম্বরে ট্যাপ করে সংখ্যা দিয়ে কার্টে যোগ করুন দিবেন।

ইচ্ছেমত আইটেম যোগ করার পরে View cart এ ট্যাপ করলে পাতাবাহার একাউন্ট পেজে নিয়ে যাবে (একাউন্টে লগ ইন করা না থাকলে)

প্রথমবারের জন্য আপনাকে একটা একাউন্ট করতে হবে বেসিক কিছু তথ্য দিয়ে। একাউন্ট করার কারণ হল আপনি পরবর্তীতে যেকোনো সময় আপনার অর্ডারগুলো দেখতে পারবেন এবং আমরাও খুবই সহজে কে কোন অর্ডারটি করেছেন সেই তথ্য বের করতে পারব এবং সঠিকভাবে পাঠাতে পারব।
প্রথমবার একাউন্ট করার জন্য এই পেজে আপনাকে Sign Up অপশনে যেতে হবে।

এখানে আপনার ইমেইল, নাম ও পাসওয়ার্ড (এই একাউন্টের জন্য) দিয়ে নিচে চেকবক্সে টিক দিয়ে Sign up দিলেই একাউন্ট তৈরি হয়ে অর্ডার কনফার্ম পেজে নিয়ে যাবে।
একবার একাউন্ট তৈরির পর থেকে শুধু ইমেইল আর পাসওয়ার্ড দিয়েই লগইন করে যেকোনোসময় অর্ডার করতে পারবেন।
লগ ইন করা থাকলে সেটাও করতে হবে না সরাসরি অর্ডার করতে পারবেন।

এটা অর্ডার কনফার্ম পেজ। এখানে আপনার পরিপূর্ণ ঠিকানা, জেলা, মোবাইল নম্বর (হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসএপ নম্বর) দিবেন।

নিচে আসলে যেই আইটেমগুলো এড করেছিলেন সেগুলো দেখতে পাবেন। মোট মূল্য কত হয়েছে এবং তার নিচে ডেলিভারি চার্জ দেখাবে।
দেখুন হোম ডেলিভারিসুন্দরবন কুরিয়ারের জন্য আলাদা চার্জ দেখাচ্ছে। এটা আপনার বাছাই করা আইটেম এর ওজন অনুযায়ী অটোমেটিক হিসাব করে দেখাবে।
যেই অপশনে আপনি নিতে চান সেটা সিলেক্ট করবেন।

এরপর পেমেন্ট এ ক্যাশ অন ডেলিভারি নিতে চান নাকি এখনি বিকাশে সরাসরি পেমেন্ট করে দিতে চান সেটা সিলেক্ট করবেন।
এরপরে চেকবক্সে টিক দিয়ে (আপনি চাইলে terms & conditions পড়ে নিতে পারেন) অর্ডার নিশ্চিত বাটনে ট্যাপ করলে অর্ডারটি আমরা পেয়ে যাব। আপনাকে অর্ডার রিসিভ হয়েছে এমন একটি পেজ দেখানো হবে।

বিকাশ পেমেন্ট সিলেক্ট করে অর্ডার কনফার্ম দিলে বিকাশের পেজে নিয়ে যাবে সাথে সাথে। সেখানে আপনার বিকাশ নম্বর দিয়ে বিকাশে ব্যালান্স থাকলে সরাসরি পেমেন্ট করে দিতে পারবেন (আমাদের মার্চেন্ট একাউন্ট হওয়ায় কোনো এক্সট্রা চার্জ লাগবে না; অর্ডার মূল্য ও ডেলিভারি চার্জ মিলে যেই এমাউন্টটি এসেছে ঠিক সেটি আপনার বিকাশ থেকে পেমেন্ট হয়ে যাবে)

যেকোনো বিষয় বুঝতে সমস্যা বা কনফিউশন হলে অবশ্যই হোয়াটসএপ অথবা কল করে জানাতে পারেন।
আমাদের হোয়াটসএপ নম্বরঃ 01322-371673

এখন পর্যন্ত কার্টে যোগ করেছেন0
There are no products in the cart!
আরো দেখি
0
Search
×
Scroll to Top