আমাদের বিশেষত্ব
অর্গ্যানিক গ্রোয়িং
পাতাবাহারে আমরা চারা ও বীজ গ্রোয়িং এর ক্ষেত্রে কম্পোস্ট ও সবধরণের প্রাকৃতিক উপাদান ব্যবহার করি।
যেমন: খৈল, গোবর, ভার্মি কম্পোস্ট, কয়লা, বালি, ইটের গুড়ো, খড়, চিটা, কচুরিপানা, হলুদের গুড়ো ইত্যাদি।
ফলে সুস্থ ও সবল চারা তৈরি হয়, যেগুলো বাগানিদের বাগানে নেয়ার পরে সহজ যত্নেই বেড়ে ওঠে এবং
সহজে মারা যায় না। এর পাশাপাশি প্রাকৃতিক উপাদানের সঠিক ব্যবহার হয়।
প্রতিটি গাছের জন্য সবসময়
যেকোনোসময় সরাসরি পাতাবাহারের বহুবছরের অভিজ্ঞ বাগানিদের সাথে
যোগাযোগ করতে পারেন (পেজের উপরে দেয়া মেসেজ বাটনে ট্যাপ করে)
নিতে পারেন তথ্য, দিকনির্দেশনা, রেকমেন্ডেশন (কোথায় কেমন গাছ করবেন, কিভাবে করবেন)
অর্থাৎ গাছপালা ও বাগান নিয়ে কথা বলার আপনার একটি আস্থার জায়গা হিসেবে আছি আমরা।
সবচেয়ে বড় ব্যাপার, এই যোগাযোগ এর জন্য আপনার অর্ডার করতে হবে এমন কিন্তু কখনোই নয়;
আপনি গাছ নিয়ে আগ্রহী, আমরাও। এটাই আমাদের সম্মিলনের জায়গা সবসময় 💚
যত্ন নিয়ে চিন্তামুক্ত
কালেকশনের প্রতিটি আইটেমের জন্য সর্বশেষ তথ্য ও অভিজ্ঞতার আলোকে আমরা সহজ যত্নের পদ্ধতি তৈরি করে রাখি
(কেমন মাটি দিবেন, রোদ কতটুকু লাগবে, পানি কিভাবে দিবেন এবং টিপস, সতর্কতা, বিশেষ তথ্য ইত্যাদি)
অর্ডার করার পরেই আপনার মেসেঞ্জার বা হোয়াটসএপে পৌছে যাবে দিকনির্দেশনাগুলো।